মেহেরপুরের কৃতীসন্তান জাকির হোসেন পিস অ্যাম্বাসেডর হলেন

মেহেরপুর অফিস: শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মেহেরপুরের কৃতীসন্তান মো. জাকির হোসেন পিস অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন। বিশ্বময় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বীকৃতি স্বরূপ তিনি এ বিরল সম্মানে ভূষিত হন। কোরিয়াভিত্তিক আন্তর্জাতিক সংস্থা (আইপিওয়াইজি) কৃতী এ শিক্ষক নেতাকে পিস অ্যাম্বাসেডর নিয়োগ দেন। সম্প্রতি সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর সোয়ান কিম, ডানিয়েল উ এবং জেনিলী বাংলাদেশ সফরকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সনদ তুলে দেন। এ সময় বাংলাদেশের প্রায় ৩৪টি শান্তির পক্ষের সংগঠনের প্রতিনিধিগণ সেখানে উপস্থিত ছিলেন।

মো. জাকির হোসেন ১৯৬৪ সালে মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম ইছাখালী জন্মগ্রহণ করেন। তার পিতা সোলাইমান মিয়া একজন সেনা সদস্য ছিলেন। শিক্ষক নেতা জাকির তার এ অর্জন মেহেরপুরবাসীকে উৎসর্গ করেছেন। এদিকে মেহেরপুর জেলা শিক্ষক সমিতি, মৃত্তিকা গ্রুপ থিয়েটার ও ইছাখালী অল স্টার ক্লাবের পক্ষ থেকে শিক্ষক নেতা জাকির হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।