মেহেরপুরকে বাল্যবিয়ে মুক্ত করার লক্ষ্যে মতবিনিময়

মেহেরপুর অফিস: মেহেরপুরকে বাল্যবিয়ে মুক্ত করার লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছে সদর উপজেলা পরিষদ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিনুজ্জামান, মেহেরপুর প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলো, সেভ দ্যা চিলড্রেন’র সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন।
সভায় বক্তারা বলেন, এলাকার অধিক পরিচিত ব্যক্তিবর্গের মাধ্যমে জেলার সব এলাকায় বাল্যবিয়ের ঝুকিপূর্ণ পরিবার শনাক্ত করা হবে এবং সেই সাথে তাদের নিয়মিত তদারকি করা হবে। যেন সেই সব পরিবারের সদস্যরা মেয়েদের বাল্যবিয়ে দিতে না পরে। সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।