মৃগমারী ও যদুপুর বিলের পানি বৃদ্ধিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত : এখনই ব্যবস্থা না নিলে পথে বসবে কৃষককূল

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মৃগমারী-দেহাটি সরকারি ভরাট মুখ এখনই সংস্কার করে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিয়ে কয়েক হাজার কৃষক পথে বসে পড়বে। পচে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে না পাকা ধান ক্ষেতসহ কলা, আখ, কুল, ফুল ও সবজি ক্ষেত। এলাকাবাসী চুয়াডাঙ্গা জেলা প্রশাসকসহ জীবননগর উপজেলা নির্বাহী অফিসারে আশু দৃষ্টি কামনা করেছে।

এলাকাবাসী জানায়, গত কয়েকদিনের অতি বৃষ্টিতে মৃগমারী ও যদুপুর বিলে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বেগমপুর, তিতুদহ, আন্দুলবাড়িয়া ও উথলী এ ৪ ইউনিয়নের বৃষ্টির পানি নামে যদুপুর ও মৃগমারী বিলে। এ পানি মৃগমারী খাল হয়ে দেহাটি দিয়ে আন্দুলবাড়িয়ার ভৈবর নদে গিয়ে পড়ে থাকে। কিন্তু মৃগমারী খালের বেশ কিছু অংশ ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নিষ্কাষিত হয়ে ভৈরব গিয়ে পড়তে পাচ্ছে না।  ফলে মৃগমারী ও যদুপুর বিল প্লাবিত হয়ে উথলী, মৃগমারী, ডুমুরিয়া ও যদুপুর গ্রামের কয়েক হাজার ফসলের ক্ষেতে তলিয়ে গেছে। শুক্রবারের মুষলধারের বৃষ্টিতে নতুন করে ডুবেছে আরও ৫শ বিঘা ধানক্ষেত। এ অবস্থায় এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা বিলের পানি প্রবাহ ঠিক রাখার দাবিতে মৃগমারী খালের মুখ সংস্কার করে ভৈরব নদের সাথে সংযোগ করার দাবি জানিয়েছে।