মুসলিম ব্রাদারহুড নেতা বাদায়ির আজীবন কারাদণ্ড

মাথাভাঙ্গা মনিটর: মিশরে মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা মোহাম্মদবাদায়িসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ৩৭ সদস্যক আজীবন কারাবাসের দণ্ড দিয়েছেদেশটির একটি আদালত। গতকাল শনিবার মিশরের আধাসরকারি সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদনে বলা হয়, শনিবারআদালত ওই রায় দেয়। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের মধ্যে বাদায়ি ছাড়াও ব্রাদারহুডসদস্য মোহাম্মদ এল-বেলতাগি এবং ওসামা ইয়াসিন রয়েছেন।গত বছর মুসলিমব্রাদারহুড দলীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পরসহিংসতা উস্কে দেয়ার অভিযোগে তাকে এ দণ্ড দেয়া হয়েছে।মামলার ৪৮ জন আসামিরমধ্যে ৩৭ জনকে কালইয়ব মহাসড়কের সহিংসতায় উস্কানি দেয়ার দায়ে যাবজ্জীবন দণ্ড দেয়াহয়। অপর এক আসামিকে দেয়া হয় তিন বছরের কারাদণ্ড।এদিকে গত জুনে মৃত্যুদণ্ডপাওয়া ১০ জনের রায় বহাল রেখেছে দেশটির গ্রান্ড মুফতি। মিশরীয় আইনে মৃত্যুদণ্ডের রায়মুফতি কর্তৃক যাচাই হয়ে থাকে।অভিযুক্তরা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য এবংরাস্তা অবরোধসহ বিভিন্ন কাজের মাধ্যমে তারা জনসাধারণের জীবনযাত্রায় ব্যাঘাতঘটাচ্ছিলো বলে আদালতকে জানান প্রসিকিউটর।গত আগস্ট থেকেই ব্রাদারহুড নেতাদেরগ্রেফতার করা শুরু হয়। এর আগেও গ্রেফতারদের বিরুদ্ধে বড় ধরনের শাস্তির রায় এসেছিলোআদালতের পক্ষ থেকে।গত মার্চে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যার মামলায়ব্রাদারহুডের ৫২৯ কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে মিনার একটি আদালত।