মুন্সিগঞ্জ জেহালা গ্রামে স্বামী-স্ত্রীর বিষপানে আত্নহত্যার অপচেষ্টা: সদর হাসপাতালে ভর্তি

 

স্টাফ রিপোর্টার: মুন্সিগঞ্জ জেহালা গ্রামে স্বামী-স্ত্রী একসাথেস বিষপান করেছে। গতকাল বৃহষ্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাদের রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ জেহালা গ্রামের হাসিবুলের ছেলে সোহাগ(২৫) ও তার স্ত্রী নাছরিন (২২) গতকাল রাত ৯টার দিকে বিষপন করে সদর হাসপাতালে ভর্তি হয়।

সোহাগ ও নাছরিনের শয্যা পাশে থাকা স্বজনরা জানান জেহালা গ্রামের সোহাগেরন সাথে বছর তিনেক আগে একই উপজেলার খুদিয়াখালী গ্রামের হান্নানের মেয়ে নাছরিনের সাথে বিয়ে হয়। তাদের রয়েছে ৭মাসের এক ছেলে সন্তান। তারা গতকাল বৃহষ্পতিবার (আজ) রাত ৮টার দিকে তারা দুজনই বিষপান করে আত্নহত্যার অপচেষ্টা চালায়।

সোহাগের মা জানান সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছেলে ও বউ মা জোরে জোরে কথা বলছে। আমি কি হয়েছে প্রশ্ন করলে জোরে কথা বলা বন্ধ হয়ে যায়। তার কিছুক্ষণ পরে দেখি ছেলে বমি করছে তার পরপরই বউমাও বমি করতে করতে বাহিরে আসে। কাছে গিয়ে দেখি তাদের মুখে বিষের গন্ধ। তবে কি কারণে বিষ পান করেছে তা বলতে পারব না।

আহত সোহগ ও তার স্ত্রী নাছরিন অভিন্ন ভাবে জানান সাংসারিক কলহের জের ধরে বিষপান করেছি।