মুজিবনগর-দর্শনা সড়কের গলায়দড়ি বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ : দুর্ঘটনার আশঙ্কা

কুড়–লগাছি প্রতিনিধি: এলাকার মানুষের সুবিধার জন্য ১৯৯৫ সালের ২ আগস্ট গলায়দড়ি বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। কিন্ত মুজিবনগর-দর্শনা সড়কে এই ব্রিজটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে অসংখ্য যাত্রীবাহী ও মালবাহী গাড়িসহ জনসাধারণের। বছরের পর বছর ধরে সংস্কার বা বদলানো হচ্ছে না জোড়াতালি দেয়া বেইলি ব্রিজ। এ ব্রিজ দিয়ে ধারণ ক্ষমতার অনেক বেশি ভারী যানবাহন চলছে অবাধে। এতে যেকোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। ব্রিজ যেন মারণ ফাঁদে পরিনত হয়েছে। গলায়দড়ি বেইলি ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন শ’ শ’ গাড়ি চলাচল করছে। এছাড়া ব্রিজ কখনো বিভিন্ন অংশ ভেঙে গিয়ে ধসে পড়ছে। আবার জোড়াতালি দিয়ে এগুলো চালু করা হচ্ছে। কয়েক বছর আগে কয়েকটি দুর্ঘটনার পর ব্রিজের পাশে টাঙিয়ে দেয়া হয় ‘মালামালসহ ১০ টনের অধিক ওজনের যানবাহন চলাচল নিষেধ’। কিন্ত কেউই মানছে না এই নিষেধাজ্ঞা। দিনের-পর-দিন ঝুঁকি বাড়লেও ১০ টনের বেশি মালামাল নিয়েই চলছে গাড়ি। ব্রিজ ভেঙে পড়লে মুজিবনগর-দর্শনাসহ সারাদেশের সাথে এ সড়ক দিয়ে চলাচল করা দুর পাল্লার গাড়ি যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। ব্রিজের মাঝেমাঝে প্লাট গুলো উঁচু-নিচু হওয়াার ফলে বিভিন্ন যানবহন যাতায়াত করছে ঝুঁকি নিয়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সংস্কারের জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী।