মুজিবনগর খানপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে ইন্টারফেস সভা অনুষ্ঠিত

 

আমঝুপি প্রতিনিধি: মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণ, বিদ্যালয়ে সচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতসহ শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরিকরণে গতকাল রোববার সকাল ১০টার দিকে মুজিবনগরের খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সেবাদানকারী ও সেবা গ্রহীতাদের নিয়ে এক ইন্টারফেস সভা অনুষ্ঠিত হয়। গণসাক্ষারতা অভিযানের সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ সভার আয়োজন করে। এসএমসি সভাপতি আমানুল্লাহ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মউক’র সমন্বয়কারী দীপেন্দ্র সরকার ও প্রত্যাশা প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাদ আহাম্মদ। সভায় খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার প্রদেয় বিভিন্ন সেবার মান নিয়ে পর্যালোচনার মাধ্যমে স্থানীয় কমিউনিটি, এসএমসি সমস্যা সমাধানের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মউকের প্রোগ্রাম ম্যনেজার মুরাদ হোসেন।