মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি অবৈধ দাবি

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি অবৈধ বলে দাবি করেছে পূর্বের কমিটি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা যুবলীগ অফিসে আয়োজিত জরুরি সভায় এ দাবি করেন পূর্বের কমিটির আহ্বায়ক শেখ মিসকিন ও যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু। তাদের অভিযোগ প্রায় দেড় বছর আগে মুজিবনগর উপজেলা স্বোচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। তারপর থেকেই এ উপজেলার ৪ ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও সরকরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরা হচ্ছে। সবশেষ মহাজনপুর ও মোনখালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। ঠিক এ সময়ে হঠাত করে ঘরে বসে নতুন করে মুজিবনগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জেলা স্বোচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল ক্ষমতাশীন কিছু নেতার কুপরামর্শে এ কমিটি গঠন করেছেন বলে লিখিত অভিযোগ করেন তারা। অনতিবিলম্বে এ কমিটি বাতিল করা না হলে আগামীতে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে জানান তারা।

জেলা স্বোচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল বলেন, পূর্বের কমিটির কার্যক্রম গতিশীল না থাকায় কামিটি স্থগিত করে নতুন সম্মেলন প্রস্ততি কমিটি গঠন করা হয়েছে। গত দেড় বছরে কোনো ইউনিয়নেই তারা কমিটি দিতে পারেনি। ফলে নতুন কমিটি সম্মেলন করে দ্রুত ৪ ইউনিয়নে কমিটি গঠনসহ সংগঠনের কার্যক্রম গতিশীল করা হবে। এজন্য নতুন সম্মেলন প্রস্ততি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।