মুজিবনগরে ১২০ পরিবারে ৮০ বান টিন বিতরণ

 

মুজিবনগর প্রতিনিধি: কারিতাস বাংলাদেশ খুলনা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে কাল বোশেখি ঝড় ও শিলা-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১২০ পরিবারের মধ্যে ৮০ বান টেউটিন ও মেরামত সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে মুজিবনগর উপজেলার ভবরপাড়া কারিতাস অফিস চত্বরে মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের কাল বোশেখি ঝড় ও শীলা-বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ওই ঢেউ টিন ও মেরামত সামগ্রী বিতরণ করা হয়েছে। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো. হেমায়েত উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ঢেউটিন বিতরণ করেন। কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের প্রোগ্রাম অফিসার তাপস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, সহকারী পুরোহিত ফাদার অমিও মিস্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুনিয়র প্রোগ্রাম অফিসার হারুন-অর রশিদ, ইউপি সদস্য দিলিপ মল্লিক ও প্রকল্প সুপারভাইজার রিজিয়া হাফিজ প্রমুখ।