মুজিবনগরে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টিকা প্রদান কর্মসূচী অনুষ্ঠিত

 

মুজিবনগর প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় টিকা প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ দফতরের আয়াজনে বল্লভপুর মিশন হাসপাতাল মাঠে বিনামূল্যে গরু, ছাগল, ভেড়া, ও মহিষের তড়কা, ক্ষুরা ও পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহা. নুর আলম। এ সময় উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে ৮শ ছাগল, ১শ গরু, ১শ ৩০টি ভেড়া ও ১৮টি মহিষের টিকা প্রদান করেন। এ সময় প্রাণিপুষ্টি উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ২জন সংযোগ খামারীকে ১০হাজার টাকা অনুদান দেয়া হয়।