মুজিবনগরের দারিয়াপুর বিজিবি ক্যাম্পের নতুন ভবনের উদ্বোধন

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্তে বিজিবি ক্যাম্পের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল বেলা ১১টার দিকে নতুন ভবনের উদ্বোধন করেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জাবেদ সুলতান। উপস্থিত ছিলেন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আবুল কালাম আজাদ, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপারেশনাল অফিসার মেজর মেহেদী হাসান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. কলিম উদ্দীনসহ স্থানীয় ব্যক্তিবর্গ। ১৯৬৩ সালে ১ দশমিক ৫৭ একর জমি অধিগ্রহণ করে দারিয়াপুর গ্রামে প্রথম নির্মিত হয় বিওপিটি। ক্যাম্পের সুবিধার্থে সীমান্তের নিকটে ১ দশমিক ১৩৩ একর জমি অধিগ্রহণ করে নতুন বিওপি ভবন নির্মাণ করা হয়। এতে চোরাচালনারোধসহ সীমান্ত হত্যা কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন সেক্টর কমান্ডার কর্নেল জাবেদ সুলতান।