মুজিবনগরের চার ইউনিয়নের মাঠে মাঠে আলোক ফাঁদ

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরের মাঠে মাঠে আলোক ফাঁদ স্থাপন করে ধানক্ষেতের ক্ষতিকর পোকার অস্তিত্ব নির্ণয় ও দমন ব্যবস্থা জরদারকরণের লক্ষ্যে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার মুজিবনগর উপজেলা চার ইউনিয়নের বিভিন্ন গ্রামের ধানের মাঠে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে আটটা পর্য়ন্ত ওই আলোক ফাঁদ স্থাপন করা হয়। অন্ধকার মাঠে আলো দেখ বিভিন্ন পোকা ছুটে আসে, ওই সব পোকা পর্যবেক্ষণ করে দেখা যায় মুজিবনগরের কোনো মাঠে ধানের জন্য সব চেয়ে ক্ষতিকর বিপিএইচ বা কারেন্ট পোকার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা কৃষি অফিসার মুহা. মোফাকখারুল ইসলাম, উপসকহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান, বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় কৃষকবৃন্দ। ওই সময় কৃষি অফিসার জানান, কৃষি বিভাগ দিনরাত সব সময় কৃষকদের পাশে আছে, কৃষকদের কল্যাণে আলোক ফাঁদসহ অন্য কৃর্ষিবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।