মুক্তিযোদ্ধা গেজেট থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাতিলের দাবিতে আলমডাঙ্গায় মানববন্ধন : স্মারকলিপি পেশ

 

আলমডাঙ্গা ব্যরো: মুক্তিযোদ্ধা গেজেট থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাতিলের দাবিতে গতকাল রোববার সকাল ১১টার আলমডাঙ্গায় উপজেলা পরিষদ গেটে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বৃহত্তর কুষ্টিয়ার মুক্তিযোদ্ধা ব্যানারে গতকাল ওই মানববন্ধন কর্মসুচি শেষে প্রধানমন্ত্রী বরাবর লিখিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহিনুজ্জামানের হাতে আনুষ্ঠানিকতার মাধ্যমে তুলে দেন। ওই মানববন্ধন কর্মসূচিতে মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর চেয়ারম্যান এম সবেদ আলীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নাসিম আহম্মেদ। বিশেষ বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম। মুক্তিযোদ্ধা শেখ কুরবান আলীর উপস্থাপনায় বক্তব্য রাখেন বীর প্রতীক সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা মঈনদ্দিন, মুক্তিযোদ্ধা মুজিবার রহমান, জাসদ নেতা গোলাম সারোয়ার, মুক্তিযোদ্ধা আবুল কাসেম, দামুড়হুদার মুক্তিযোদ্ধা চান্দ আলী, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, চুয়াডাঙ্গার মুক্তিযোদ্ধা শুকুর বাঙ্গালী, দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডার দবির উদ্দিন, মিরপুরের মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারেফ হোসেনসহ বৃহত্তর কুষ্টিয়ার সকল মুক্তিযোদ্ধা কমান্ডার সাধারণ মুক্তিযোদ্ধা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান বক্তা নাসিম আহম্মেদ বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের ছয়লাভ হওয়ার কারণে প্রকৃত মুক্তিযোদ্ধারা সরকারের কাছ থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছে না। বর্তমানে দেশে বিভিন্ন দপ্তরে ভুয়া মুক্তিযোদ্ধারের কারণে প্রকৃত মুক্তিযোদ্ধারের ছেলে-মেয়েরা জায়গা পাচ্ছে না। এ সময় বক্তারা আরও বলেন, একজন ভুয়া মুক্তিযোদ্ধার কথা শুনে জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারাকাতকে অপসারণ করেছে। তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গার মুক্তিযোদ্ধাদের পুর্নবাসন করেছে, অর্থ দিয়ে সাহায্য করতেন। এ সময় বক্তার ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে গেজেট থেকে নাম কাটা এবং শাস্তির দাবি জানান।