মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের আলমডাঙ্গার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন উপলক্ষে প্রস্তুতি সভা

আলমডাঙ্গা ব্যুরো: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নির্মাণাধীন আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৮ এপ্রিল আয়োজিত মন্ত্রী কর্তৃক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন উপলক্ষে অনুষ্ঠান সুন্দর ও সফল করতে গতকাল আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। একই দিনে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ে অবহিতকরণ সভার প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, মুক্তিযোদ্ধা ডা. সাহাবুদ্দিন সাবু, ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, তথ্য অফিসার রইচ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, সাবেক উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শহিদুল ইসলাম খান, প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এইচএম শামীমুজ্জামান, মৎস্য কর্মকর্তা মঈনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ওহিমুদ্দিন, পিআইও মিজানুর রহমান, আনসার ও ভিডিপি অফিসার নুরুল ইসলাম, পল্লি উন্নয়ন কর্মকর্তা হোসনে আরা বেগম, পরিসংখ্যন কর্মকর্তা রাশিদুজ্জামান, বিআরডিবির প্রকল্প কর্মকর্তা মোশারেফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সাত্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বীনেশ চন্দ্র পালসহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।