মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হয়ে স্বাধীনতা বিরোধীদের রুখতে হবে

দর্শনা ডাকবাংলো চত্বরে সাম্প্রতিকের বিজয় মেলার ২য় দিনের আলোচনায় জেলা পরিষদ প্রশাসক মঞ্জু

 

দর্শনা অফিস: ‘মাদককে না বলি, সাংস্কৃতি চর্চা করি’ এ স্লোগানকে সামনে রেখে দর্শনা সাম্প্রতিক সাংস্কৃতি সংগঠন আয়োজন করেছে সপ্তাব্যাপি বিজয় মেলা। গতকাল বুধবার ছিলো দর্শনা ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত বিজয় মেলার ২য় দিন। আলোচনার্বের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রসাশক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের উদ্যাত্ত আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস বিভীষিকাময় পরিস্থিতির মোকাবেলার মাধ্যমে পাকহানাদার বাহিনীকে পরাস্ত করে এদেশের দামাল ছেলেরা লাখো শহীদের বিনিময়ে ছিনিয়ে এনেছিলো আজকের এ বিজয়। ১৯৭১’র ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণে সাড়া দিয়ে জ্বলে উঠেছিলো এদেশের লাখে দামাল ছেলেরা। এক সাগর রক্ত ৩০ লাখ প্রাণ, দু লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে সারাবিশ্বের বিস্ময় আজকের এ বিজয় গোটা বাঙালি জাতির মহাগৌরব ও অহঙ্কার। স্বাধীনতার সঠিক ইতিহাসকে যারা অন্যদিকে প্রভাবিত করতে চাই, তারা স্বাধীনতার চরম শত্রু। সেই স্বাধনীতা বিরোধীদের সাথে নিয়ে বিএনপি হরতালের নামে দেশে অরাজকতা সৃস্টি করছে। তাই আসুন ওই সব স্বাধীনতাবিরোধী চক্রকে মোকাবেলা করি। এ ধরনের বিজয় মেলা বর্তমান প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানার ব্যাপারে ভূমিকা রাখবে। সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা রবিউল আলম বাবু, সাহিত্যিক আবু সুফিয়ান প্রমুখ। উপস্থাপনা করেন আশরাফুল ইসলাম। শেষে অনির্বাণ থিয়েটারের পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক জিঞ্জুযারা।