মিয়ানমারে বর্বরোচিত গণহত্যার বিচারের দাবিতে গাংনীতে মানববন্ধন

গাংনী প্রতিনিধি: মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যার বিচারে দাবিতে মেহেরপুর গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে হাজি ইন্তাজুল মার্কেটের সামনের সড়কে আয়োজিত মানববন্ধনে গ্রামের বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করে। সভাপতিত্ব করেন কলেজছাত্র রাজু আহমেদ। বক্তব্য রাখেন হাড়াভাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, এইসএসকে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক জৌলুস হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা, ইবাদতখানা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মজনুল হক লিপ্টন, হাড়াভাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইলিয়াছ হোসেন, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ প্রমুখ। প্রতিবাদমুখর বক্তব্যে রোহিঙ্গা মুসলমান নির্যাতনের করুণ চিত্র তুলে ধরা হয়।
বক্তারা বলেন, দলমত নির্বিশেষে আমরা মুসলমান। মুসলমানদের ওপর আঘাত এলে আমরা চুপ থাকতে পারি না। বিশ^ বিবেক আজ চুপ কেন? গণহত্যার অপরাধে সুচিকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। নৃশংস এই বর্বরোচিত গণহত্যার দায় অং সান সুচি কোনোভাবেই এড়াতে পারবেন না। বিশ^ব্যাপী মুসলমানদের মিয়ানমারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।