মিসরে ১৭ ব্রাদারহুড কর্মী নিহত

 

মাথাভাঙ্গা মনিটর: মিসরেসরকারি বাহিনীর সাথে দেশটির ক্ষমতাচ্যুত প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিতপ্রেসিডেন্ট ও ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসির সমর্থকদের মধ্যে সংঘর্ষেরঘটনা ঘটেছে। এতে ব্রাদারহুডের ১৭ কর্মী নিহত হন।বৃহস্পতিবার সিনাইউপদ্বীপের ফিলিস্তিন সীমান্তের কাছাকাছি রাফাহ্ এলাকায় এ নিহতের ঘটনা ঘটে। এসময় চার ব্রাদারহুড কর্মীকে আটক করে সরকারি বাহিনী। এছাড়াও তাদের চারটিযানবাহনও ধ্বংস করে দেয় সরকারি বাহিনী।মুরসির ক্ষমতাচ্যুতির বার্ষিকীতে তার সমর্থকরা বিক্ষোভের ডাক দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উল্লেখ্য, ব্রাদারহুড নেতা মুরসি দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিতপ্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার এক বছরের মাথায় সেনাবাহিনী তাকে ক্ষমতাচ্যুতকরে। এরপর থেকে মুরসি সমর্থকরা তার মুক্তির দাবিতে আন্দোলন করে আসছে।