মিরপুরে পুলিশকে শারীরিক নির্যাতনের অভিযোগে যুবলীগ নেতা হিরোক জোয়ার্দ্দার আটক

মিরপুর অফিস: কুষ্টিয়ার মিরপুরে পুলিশকে শারীরিক নির্যাতনের অভিযোগে পৌর যুবলীগের যুগ্মআহ্বায়ক হিরোক জোয়ার্দ্দার (২৬) আটক হয়েছে। সে মিরপুর পৌরসভার সুলতানপুর মহল্লার মৃত আবুল হোসেন জোয়ার্দ্দারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে মিরপুর বাজারে বকুল ফল ভাণ্ডারের মালিকের সাথে ফল কেনা নিয়ে হিরোক জোয়ার্দ্দার ও তার বড় ভাই উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাসেম জোয়ার্দ্দারের বাগবিতণ্ডা হওয়ার এক পর্যায়ে ফল ব্যবসায়ী বকুল ও তার ছেলে রাব্বিকে হিরোক ও তার বড় ভাই আবুল কাসেমসহ তাদের ক্যাডার বাহিনী মারাত্মকভাবে আহত করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে হিরোক জোয়ার্দ্দার পুলিশের ওপরও চড়াও হয় এবং এক পর্যায়ে স্থানীয় থানা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সরকারি কর্মকতা-কর্মচারীদের সরকারি কাজে জোরপূর্বক বাধাদানসহ মারপিট করে জখম ও পুলিশের পরিহিত সরকারি ইউনিফর্ম টেনে-হেঁচড়ে ছিঁড়ে ফেলে এবং সেই সাথে এক পুলিশ অফিসারের কোমরে অস্ত্র রাখার সিলিংও ছিঁড়ে ফেলে। পরবর্তীতে মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি হিরোক জোয়ার্দ্দারকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।