মিনায় নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি : পররাষ্ট্র মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার: সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে এ পর্যন্ত ২৬ জন বাংলাদেশিকে শনাক্ত করার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ২৬ জনের মধ্যে ১৩ জনের পরিচয় জানা গেছে। বাকিদের পরিচয় জানতে হজ এজেন্সি ও স্বজনদের সাথে যোগাযোগ করা হচ্ছে।

এছাড়া আরও ৩৩ জন বাংলাদেশি মিনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে বিবৃতিতে জানানো হয়। হজের আনুষ্ঠানিকতার মধ্যে গত ২৪ সেপ্টেম্বর মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের ওই ঘটনায় এ পর্যন্ত ৭৬৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৯৩৪ জন। সৌদি কর্তৃপক্ষ লাশ উদ্ধারের পর ছবি ও আঙ্গুলের ছাপ সংগ্রহ করে এবং তাদের সনাক্ত করার জন্য রোববার পর্যন্ত ৬৫০ জনের ছবি প্রকাশ করা হয়। ওই ছবির সাথে মিলিয়েই বাংলাদেশিদের শনাক্ত করার কাজ শুরু করেন হজ কর্মকর্তা ও এজেন্সিগুলো। এরই মধ্যে সৌদি আরব থেকে স্বজনের মৃত্যুর খবর পেয়ে অনেকেই ধর্ম মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। এর ভিত্তিতে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার ১০ জনের মৃত্যু ও ৯৮ জন নিখোঁজ থাকার কথা জানানো হয়। তবে হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের সভাপতি ইব্রাহিম খলিল ১৮ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়ার কথা বলেন। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ সোমবার গভীর রাতে মক্কায় সংবাদ সম্মেলন করে হতাহত ও নিখোঁজদের সম্পর্কে সর্বশেষ তথ্য তুলে ধরেন। এই ২৬ জন ছাড়াও আরও পাঁচজনকে বাংলাদেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি। হাজিদের মরদেহ মক্কার মাইসাম হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের আরও কিছু ছবি প্রকাশ করার কথা রয়েছে সৌদি কর্তৃপক্ষের।