মা-বাবা হত্যায় ঐশীর বিরুদ্ধে চার্জ গঠন

 

 

স্টাফ রিপোর্টার:পুলিশেরবিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মাহফুজুর রহমান দম্পতি হত্যা মামলায় মেয়েঐশী রহমান ও তার দু বন্ধুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। গতকাল মঙ্গলবারদুপুর ১২টা ১০ মিনিটে মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠনের শুনানি শেষেবিচারক মো. জহুরুল হক অভিযোগ গঠন করন। বেলা সাড়ে ১১টায় অভিযোগ গঠনেরশুনানি শুরু হয়।অভিযুক্ত অন্য দু জন হলেন, তার বন্ধু আসাদুজ্জামান জনি (২৭), মিজানুর রহমান রনি (২৫)। চার্জ গঠনের পর আদালত আগামী ৫ জুন তারিখেসাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করেছে।উল্লেখ্য, ২০১৩ সালের ১৬ আগস্টরাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশালব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রীস্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এর পর দিন তাদের মেয়েঐশী রহমান রমনা থানায় আত্মসমর্পণ করে।