মায়ের সন্ধানে বাংলাদেশে আসছেন যুদ্ধশিশু মনোয়ারা

 

স্টাফ রিপোর্টার: মায়ের সন্ধানে ৪৩ বছর পর কানাডা থেকে আগামী ২৯ নভেম্বর বাংলাদেশে আসছেন যুদ্ধশিশু মনোয়ারা ক্লার্ক। ১৯৭২ সালে কোলকাতার মাদার তেরেসা হোমস থেকে পরিচয়হীন এ মনোয়ারাকে দত্তক আনেন ক্লার্ক পরিবার। তার নামের শেষে ক্লার্ক থাকলেও তিনি এখন বেগম ব্যবহার করেন। অনেক সঙ্কট আর সংগ্রামের ভেতর দিয়ে বেড়ে ওঠা মনোয়ারা এখন ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুভারের একমাত্র মেয়ে জুলিয়াকে নিয়ে বসবাস করছেন। মনোয়ারা বেগম জানান, তিনি বেড়ে ওঠেন কানাডার একটি পরিবারে। যখন জানতে পারলেন তিনি বাংলাদেশের যুদ্ধশিশু, তারপর থেকেই মা আর মাতৃভূমির জন্য তার মন অস্থির হয়ে উঠেছে। তাই শেকড়ের সন্ধানে দু সপ্তার জন্য ঢাকায় যাচ্ছেন।