মায়ের কাছে ফিরে যাওয়ার আকুতি পথহারা গৌর লালের

 

মেহেরপুর অফিস: মায়ের কাছে যাওয়ার আকুল আকুতি নিয়ে গুমরে গুমরে পথে পথে কেঁদে ফিরছে গৌর লাল নামের ১৮ বছরের এক যুবক। অসহায় ওই যুবক গৌরলাল একজন বুদ্ধি প্রতিবন্ধী। পথ ভুলে সে ৮ মাস আগে মেহেরপুরের গাংনী উপজেলার রাঁধাগোবিন্দপুর ধলা গ্রামে এসেছে। বর্তমানে সে ওই গ্রামেরই মন্টুর আশ্রয়ে রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গৌর লাল কোনো কাজ জানে না। আশ্রয়দাতা মন্টুর মাকে এখন মা বলে ডাকে গৌরলাল। মন্টুর মা গুলনাহার তাকে আদর যত্ন করে খাইয়ে দেন। মায়ের কাছে ফিরে যাওয়ার আকুল আকুতি তার। সে শুধু নিজের নাম বলতে পারে। কিন্তু সে তার সঠিক ঠিকানা বলতে পারে না। তাই তাকে তার মা-বাবার কাছে পৌঁছিয়ে দেয়া সম্ভব হচ্ছে না বলে জানায় গ্রামবাসী। তার বাড়ি বাংলাদেশে না ভারতে তা কেউ জানাতে পারেনি। গৌর লাল যখন ভালো থাকে তখন সে আপন খেয়ালে বলতে থাকে- তার পিতার নাম কৃষ্ণ ভুইয়া, মায়ের নাম যমুনা দেবী। তার বড় ভাইয়ের নাম সুনিল, ছোট ভাইয়ের নাম লাল। তার দুই বোনের নাম শিখা দেবী ও রেখা দেবী। তার স্কুলের শিক্ষক সিদামা স্যার। সে তার বাড়ি নাম বলে গুলফার বাড়ি বস্তি, কৃষ্ণাকাটা। জেলার নাম ও দেশের নাম বলতে পারে না। সে বলে মগমা স্টেশন থেকে পায়ে হেঁটে বাড়ি যেতে পারবে। সে হিন্দি ও বাংলায় কথা বলতে পারে। তবে সে কিভাবে এখানে এসেছে এবং কতোদিন আগে এসেছে তার কিছুই বলতে পারে না। কোনো কিছুই তার মনে নেই। তার মুখমণ্ডলে ফোঁটা ফোঁটা দাগ আছে। মুখের ওপরে সামনের একটি দাত ভাঙ্গা। তার উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি। গায়ের রং কালো। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেছে গৌর লাল।