মালিবাগে উদ্ধার হওয়া পিস্তলের মালিক নূর হোসেন

 

স্টাফ রিপোর্টার: রাজধানীরমালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকারে থাকাসেই পিস্তলটি নারায়ণগঞ্জের নেভেন মার্ডার মামলার প্রধান আসামি নূর হোসেনের।ঢাকা রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।ওসিমজিদ জানান, প্রাইভেটকারে থাকা পিস্তলটি নূর হোসেনর নামে লাইসেন্স করা।পিস্তলের গায়ে সিরিয়াল নম্বর দিয়ে মালিক চিহ্নিত করা হয়েছে।শুক্রবারবিকেলে মালিবাগ রেলক্রসিঙে ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে মুচড়েচুরমার হয়ে যায়। এতে গাড়িটিতে থাকা পাঁচ যাত্রীর মধ্যে তিনজন আহত হন। ঘটনারপর গাড়ি থেকে গুলিভর্তি একটি পিস্তলসহ ২০ রাউন্ড গুলি উদ্ধার করে ঢাকারেলওয়ে থানা পুলিশ। পুলিশের ধারণা, গাড়িটিতে কোনো সন্ত্রাসী বা অপরাধী চক্রছিলো। এজন্য দুর্ঘটনায় আহত হওয়ার পর তারা গা-ঢাকা দিয়েছে। পুলিশ মনে করছে, গাড়ি থেকে অস্ত্র-গুলি ধরা পড়ায় তারা পালিয়েছে। রাত ১২টা পর্যন্ত আহত বাগাড়ির আরোহীদের পরিচয় শনাক্ত না হওয়ায় ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়।