মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন বন্ধ করলো পুলিশ

মাথাভাঙ্গা মনিটর: মালদ্বীপে গতকাল শনিবার নতুন করে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচন বন্ধ করে দিয়েছে দেশটির পুলিশ। নির্বাচন কমিশনের প্রধান ফুয়াদ তৌফিক অভিযোগ করেছেন, কমিশনের সচিবালয় ঘিরে রেখেছে পুলিশ। তারা কার্যালয়ের ভেতরে ঢুকে নির্বাচনী সরঞ্জাম বিতরণের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। পুলিশ দাবি করেছে, সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করে নির্বাচন অনুষ্ঠান বেআইনি। ভোটার তালিকা অনুমোদন না করায় আজকের নির্বাচন স্থগিত করার জন্য দেশটির সর্বোচ্চ আদালতে গত শুক্রবার দু প্রার্থী গাসিম ইব্রাহিম ও আবদুল্লাহ ইয়ামিন আবেদন করেন। নির্বাচন স্থগিত করতে কোনো আদেশ দেননি আদালত; আবার নির্বাচন হওয়ার বিষয়েও কোনো স্পষ্ট নির্দেশনা দেননি। পুলিশ বলেছে, মাত্র একজন প্রার্থী ভোটার তালিকা অনুমোদন করেছেন। এ অবস্থায় নির্বাচন হলে তা সুপ্রিম কোর্টের নির্দেশনার লঙ্ঘন হবে। অনিয়মের অভিযোগ ওঠায় গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনের ফল গত সপ্তায় বাতিল করেন মালদ্বীপের সুপ্রিম কোর্ট।