মার্স ভাইরাস পরীক্ষা করে হজে যেতে সৌদির চিঠি

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশিহাজিদের মার্স ভাইরাসের (মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম) প্রতিরোধমূলকব্যবস্থা নিয়ে হজে যেতে সরকারকে চিঠি দিয়েছে সৌদি আরব। গত মঙ্গলবার সৌদিপররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে সরকারকে এ চিঠি দেয়। বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে ওই চিঠি পাঠানো হয়।গতকার বুধবারধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, চিঠিতে সৌদিআরব জানিয়েছে তাদের দেশে এখন পর্যন্ত ৩৪৫ জন মার্স ভাইরাসে আক্রান্ত হয়েছে।এদের মধ্যে দু বাংলাদেশিসহ ১১১ জন মারা গেছেন। বাংলাদেশ থেকে এবারহাজিদের সৌদি পাঠানোর আগে মার্স ভাইরাসজনিত প্রয়োজনীয় প্রতিরোধমূলকব্যবস্থা অবলম্বন করতে বলা হয়েছে।