মামাকে খুনের দায়ে ভাগ্নের মৃত্যুদণ্ড

 

স্টাফ রিপোর্টার: জমি নিয়ে বিরোধে মামা হাবিবুর রহমান মোল্লাকে খুনের দায়ে সম্রাট হাওলাদার নামে তার এক ভাগ্নেকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তবে সম্রাট বর্তমানে পলাতক রয়েছেন। গতকাল রোববার দুপুরে বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় দেন। একই সাথে সম্রাটকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। সম্রাট হাওলাদার জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব দেহেরগতি ইউনিয়নের ওফাজ উদ্দিন হাওলাদারের ছেলে। জমিসংক্রান্ত বিরোধ নিয়ে ২০০৮ সালের ৮ মে মামা হাবিবুর রহমান মোল্লাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন তার ভাগ্নে সম্রাট হাওলাদার। পরে রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে মারা যান হাবিবুর রহমান। এ ঘটনায় নিহতের ছেলে বাবুগঞ্জ থানায় সম্রাটকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।