মামলায় হেরে জীবননগর হরিপুরে জমি দখলের পায়তারা

জীবননগর ব্যুরো: আদালতে দু দফা মামলায় হেরে অবশেষে ওই জমি দখলের পায়তারা করছেন জীবননগর হরিপুরের আব্দুর রহমান। গতকাল রোবাবর তিনি জমি দখলের উদ্দেশে চুরি করে ক্ষেতে চাষ দিয়েছেন বলে অভিযোগ। এ ব্যাপারে গতকলাই হাসিনা বেগম আব্দুর রহমানকে বিবাদী করে একটি অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জীবননগর হরিপুরের ময়না গাড়ির মাঠে মৃত আতিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম গংদের রয়েছে ১ একর ১৫ শতক জমি। ওই জমি নিজের শরীকের দাবি করে হরিপুর গ্রামের খাদেম বিশ্বাসের ছেলে আদালতে মামলা দায়ের করে। চুয়াডাঙ্গা সাব-জজে দায়েরকৃত মামলার রায় হয় ২০১৫ সালের ২৭ জুলাই। মামলায় আব্দুর রহমান পরাজিত হন। পরবর্তীতে তিনি এ রায়ের বিরুদ্ধে জজ আদালতে আপিল করেন। গত বছরের ২৩ জুন আপিলের রায়ের হারেন আব্দুর রহমান। মামলায় হেরে হাসিনা বেগমের দখলে থাকা ওই জমি নিজের দখলে নিতে গতকাল দুপুরে আব্দুর রহমান চুরি করে ওই জমিতে চাষ দিয়েছেন বলে অভিযোগ। এ ঘটনায় হাসিনা বেগম বাদী হয়ে গতকালই থানাতে আব্দুর রহমানকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।