মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে আলোচনা সভাও সাংস্কৃতিক অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষে র‌্যালি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনাসভা ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা অডিটরিয়ামে আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অফিসার আবু তালেব, মৎস্য কর্মকর্তা মঈনুল ইসলাম, শিক্ষা অফিসার আকরব আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহি উদ্দিন, ছবির উদ্দিন, সৈয়দ মাসুদুল হক, শাহরিয়ার কবীর। সহকারী শিক্ষা অফিসা শাহজাহান রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, মিরাজুন নেছা, নাছরিন সুলতানা, মোল্লা ফেরদৌস রিজভী, খন্দকার রাকিবুস সালেহীন। অনুষ্ঠানে ৫ কৃতী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন প্রধান শিক্ষক মিরাজুন নেছা, আছলাম সাঈদ, শামসুর রহমান, আব্দুর রশীদ, নাছরিন সুলতানা প্রমুখ। শ্রেষ্ঠ বিদ্যালয় আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। জাতীয় পর্যায়ে দেশত্ববোধন গানে ২য় স্থান অর্জন করে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণকারী রজনী খাতুন ও অংকন প্রতিযোগিতায় উম্মে হ্যানী মাইশাকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও ৭০ জন কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানকে চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসেবে বিশেষ সম্মানে ভূষিত করা হয়।