মানব উন্নয়নে একধাপ এগিয়েছে বাংলাদেশ

 

 

স্টাফ রিপোর্টার: নারী-পুরুষসমতা উন্নয়নসূচকে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে জাতিসংঘের উন্নয়ন সংস্থাইউএনডিপির বার্ষিক মানব উন্নয়ন সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ। জাতিসংঘউন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট-২০১৪’তে এবিষয়টি তুলে ধরা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউএনডিপির প্রধান কার্যালয় জাপানেররাজধানী টোকিওতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ইউএনডিপির ওয়েবসাইটেও এ তথ্যপ্রকাশ করা হয়েছে।ইউএনডিপির প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মানবসম্পদউন্নয়নে বাংলাদেশের অবস্থান ১৪২তম। এর আগে বাংলাদেশের অবস্থান ছিলো ১৪৩তমস্থানে। মানবসম্পদ উন্নয়ন সূচকে প্রথম স্থানে রয়েছে নরওয়ে। এছাড়া দ্বিতীয়স্থানে অস্ট্রেলিয়া, তৃতীয় স্থানে সুইজারল্যান্ড, চতুর্থ স্থানেনেদারল্যান্ডস ও পঞ্চম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।দক্ষিণএশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অবস্থান রয়েছে সবচেয়ে ওপরে। শ্রীলঙ্কাবর্তমানে ৭৩তম স্থানে রয়েছে। এছাড়া ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে১৩৫ ও ১৪৬তম স্থানে।অন্যদিকে নারী-পুরুষ সমতা উন্নয়ন সূচকে বাংলাদেশেরঅবস্থান ১০৭তম স্থানে রয়েছে। এ সূচকের ভারতের অবস্থান ১৩২ ও পাকিস্তানেরঅবস্থান ১৪৫তম স্থানে।