মাদক মুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

দামুড়হুদার বড়বলদিয়ায় বিজয় মেলার উদ্বোধনকালে লে. কর্নেল আমির মজিদ

 

দর্শনা অফিস: দামুড়হুদার বড়বলদিয়ায় ৩ দিনব্যাপী বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ ও সাংস্কৃতিক গোষ্ঠির যৌথ আয়োজনে এ বিজয় মেলা বড়বলদিয়া স্কুল মাঠে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্নেল আমির মজিদ। এ সময় তিনি বলেন, মাদক কারবারীরা ব্যক্তি, সমাজ, জাতি তথা দেশের শত্রু। যেকোনোভাবেই হোক না কেন ওদের রুখতে হবে। মাদককারবারীদের দমন করা না গেলে যুবসমাজ এগিয়ে যাবে অবক্ষয়ের পথে, অন্ধকারে তলিয়ে যাবে গোটা সমাজ। তাই মাদককারবারীরা যতোই শক্তিশালী হোক না কেন তাদের চিহ্নিত করে আইনের সোপর্দ করতে হবে। আসুন বিজয়ের মাসে দিপ্ত শপথ নিই, মাদক মুক্ত সমাজ গঠনে সোচ্চার হবো সবাই। ইউপি চেয়ারম্যান, বড়বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জাকারিয়া আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, দর্শনা আইসি ইনচার্জ ইন্সেপেক্টর শোনিত কুমার গায়েন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১০ নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মুন্সি সিরাজুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সভাপতি বরকত আলী, সাধারণ সম্পাদক মুনতাজ আলী, কলেজের অধ্যক্ষ ইউসুপ আলী, মেলা পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন, গোলাম রহমান মাস্টার, জিয়াবুদ্দিন মাস্টার, আবু সাঈদ মাস্টার. বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, তমছের আলী, যুবলীগ নেতা জুলফিকার আলী, আবু সাঈদ, রবিউল ইসলাম, আজিজুর রহমান বেল্টু, জাহাঙ্গীর আলম, গোলাম ফারুক, আমির হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পিয়ার আলী। পরে নাচ ও গান অনুষ্ঠিত হয়েছে।