মাদক ব্যবসায়ী সাবানা আটক : নগদ টাকাসহ বাংলামদ উদ্ধার

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের শাহাপুর ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ লিটার বাংলা মদ, নগদ ১০ হাজার টাকাসহ এলাকার চিহিৃত এক মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রোববার বেলা ১২টায় মাদকবিরোধী পুলিশী এ অভিযানকালে অপর এক মাদকব্যবসায়ী পালিয়ে গেছে। পুলিশ উদ্ধারকৃত মদ ও নগদ টাকা জব্দ করে আটককৃতকে জীবননগর থানায় হস্তান্তর করে নিয়মিত মামলা দায়ের করেছে। পুলিশসূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ার খালপাড়ার মৃত মল্লিক ম-লের ছেলে ফয়জুল হক (৪২) ও তার স্ত্রী শাবানা বেগম (৩৫) দীর্ঘদিন যাবৎ এলাকায় রমরমা মাদকব্যবসা করে আসছে। এ তথ্য পেয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ এনামুল হকের নির্দেশে শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই লিটন গাজী সঙ্গীয় ফোর্সসহ গতকাল রোববার বেলা ১২টায় ফয়জুল হকের বাড়িতে বসা মাদকআড্ডায় অভিযান চালান। পুলিশী অভিযানকালে এলাকার চিহিৃত মাদকব্যবসায়ী শাবান বেগম (৩৫) কে ৩ লিটার বাংলা মদ, মদ বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধারসহ আটক করা হয়। এ সময় অবস্থা বেগতিক দেখে মাদকআড্ডা থেকে অপর চিহিৃত মাদকব্যবসায়ী ফয়জুল হক (৪২) সহ মাদকসেবীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মদ ও নগদ টাকা উপস্থিত জনতার সামনে জব্দ করে আটককৃত শাবানা বেগমকে জীবননগর থানায় হস্তান্তর করেন। এ ব্যাপারে এসআই লিটন গাজী বাদী হয়ে জীবননগর থানায় মাদকব্যবসায়ী শাবানা বেগম ও পলাতক ফয়জুল হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন। এ ব্যাপারে ক্যাম্প ইনচার্জ এসআই লিটন গাজীর সাথে যোগাযোগ করা হলে তিনি মাথাভাঙ্গা এ প্রতিবেদক বলেন, মাদকব্যবসায়ী যেই হোক, যতবড় শক্তিশালী হোক, তার কোনো ছাড় নেই। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যহত রাখা হবে। পুলিশ মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করায় এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত: ইতঃপূর্বে র‌্যাব, পুলিশ, মাদক অধিদফতরসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা একাধিক অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী শাবানা ও তার স্বামী ফয়জুল হকের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে। বর্তমানে ওই মামলা বিচারাধীন রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।