মাদকসেবী ও ব্যবসায়ীদর রাজনৈতিকভাবে সহযোগিতা না করার আহ্বান জানালেন পুলিশ সুপার হামিদুল আলম

???????????????????????????????

মুজিবনগর প্রিতনিধি: মাদক, সন্ত্রাস ও বাল্যবিয়ে মুক্ত মেহেরপুর গড়তে হলে সবার আগে অভিভাবকদের এগিয়ে আসতে হবে। কারণ প্রতিটি সন্তান অন্ধকার জগতে পা রাখে পরিবারের অসেচতনার অভাবে। অভিভাবকরাই পারে তার সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলে মানব সম্পদে রূপান্তরিত করতে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুজিবনগর উপজেলার বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মাদক প্রতিরোধ উপলক্ষে জনসচেতনাতামূলক মতবিনিময়সভায় প্রাধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন পুলিশ সুপার হামিদুল আলম। তিনি আরও বলেন, মাদক, জুয়া, তাস তিনে মিলে সর্বনাশ। আর এ ৩টি বন্ধে কাজ করছে পুলিশ। এর সাথে যারা জড়িত তাদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না। রাজনৈতিকভাবেও তাদের সহযোগিতা না করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহাদত হোসেন চাদু। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। বক্তব্য রাখেন বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, ইউপি সদস্য কাজী কোমরউদ্দীন হোসেন, মি. সংকর বিশ্বাস প্রমুখ। সভা শেষে দু মাদকসেবী পরবর্তীতে আর মাদকসেবন না করে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন।