মাদকদ্রব্যসহ মালামাল উদ্ধার : আটক ১

দামুড়হুদার বিভিন্ন ক্যাম্প বিজিবির পৃথক অভিযান

 

দর্শনা অফিস: দামুড়হুদার বিভিন্ন ক্যাম্পের বিজিবি সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে উদ্ধার করেছেন মাদকদ্রব্যসহ চোরাচালানি মালামাল। আটক করেছে মতিয়ার নামের অভিযুক্ত এক মাদক কারবারিকে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার খোরশেদ আলীম সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে আটক করেছেন ইউনিয়নের কুতুবপুর গ্রামের ফরজ আলীর ছেলে মতিয়ার রহমানকে (৩০)। আটককৃত মতিয়ারের কাছ থেকে বিজিবি সদস্যরা ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বলে জানিয়েছে। এ ঘটনায় মতিয়ারের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছে বিজিবি। শনিবার রাত দেড়টার দিকে একই ক্যাম্পের নায়েক সোহেল রানা সঙ্গীয় সদস্যদের নিয়ে মুন্সিপুর মাঠ থেকে উদ্ধার করেছেন ২৬ বোতল ভারতীয় মদ। গতকালই বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের নায়েক রাসেল সিকদার সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালান দর্শনা জয়নগর সীমান্তে। বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা থেকে ভারতীয় প্যান্ট ও ব্যালেজারের পিস উদ্ধার করেছে। কতো টাকার মালামাল উদ্ধার করা হয়েছে সে হিসেব জানা না গেলেও অভিযোগ উঠেছে, এলাকার চোরাচালানচক্রের হোতা জয়নগরের জামাই বাবলুর প্রায় ৩ লাখ টাকা প্যান্ট ও ব্যালেজারের পিচ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। অভিযুক্ত জামাই বাবলু প্রতিদিন লাখ লাখ টাকার লাকেজ মালামাল ভারত থেকে এনে থাকে। গত পরশু শনিবার রাত ১টার দিকে দামুড়হুদার ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুর রশিদ সঙ্গীয় সদস্যদের নিয়ে চাকুলিয়া মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন। রাত ২টার দিকে একই ক্যাম্পের হাবিলদার আলিমুজ্জামান সঙ্গীয় সদস্যদের নিয়ে ঠাকুরপুর মাঠ থেকে ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন। একই রাত ৩টার দিকে দামুড়হুদার বড়বলদিয়া বিজিবি ক্যাম্পের সুবেদার শফিউল আলম সঙ্গীয় সদস্যদের নিয়ে হৈবতপুর মাঠ থেকে ১২০ বোতল ফেনসিডিল ও ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন। ভোরের দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার মোজাম্মেল হক সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে জয়নগর মাঠ থেকে উদ্ধার করেছেন ৬৬ বোতল ফেনসিডিল।