মাঠকর্মীদের কাজগুলো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে গুরুত্ব দিয়ে তদারকি করতে হবে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলায় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীদেরকে পরিবার কল্যাণ সহকারী রেজিস্ট্রার (অষ্টম সংস্করণ) পূরণ এবং পরিবার পরিকল্পনা, মা-শিশুর যত্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে মতবিনিময় সভার উদ্বোধন করেন প্রধান অতিথি পরিবার পরিকল্পনার অধিদপ্তরের যুগ্মসচিব পরিচালক (এমআইএস) একেএম মাহবুবুর রহমান।
চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- পরিবার পরিকল্পনার অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার গোলাম রহমান, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম ও ডা. বেলাল উদ্দিন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কুমার পাল।
প্রধান অতিথি বলেন, পরিবার পরিকল্পনা নিয়ে সঠিক তথ্য সরকারের কাছে না পৌঁছুলে দেশে ভয়াবহ ক্ষতি হয়ে যাবে। এজন্য মাঠকর্মীদের কাজগুলো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে গুরুত্ব দিয়ে তদারকি করতে হবে। কোন ভুয়া প্রতিবেদন যেন ওপর মহলে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
এদিকে দুপুর ১২টার দিকে মোমিনপুর স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন পরিবার পরিকল্পনার অধিদপ্তরের যুগ্মসচিব পরিচালক (এমআইএস) একেএম মাহবুবুর রহমান। এ সময় তার সাথে ছিলেন পরিবার পরিকল্পনার অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার গোলাম রহমান ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক রেজাউল করিম। পরিদর্শন কালে কর্মকর্তাগণ কেন্দ্রের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যুগ্মসচিব ও পরিচালক একেএম মাহবুবুর রহমান জোয়ার্দ্দার আলমডাঙ্গায় পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে মাঠকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত উপপরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার গোলাম ফারুক, এন জেন্ডার হেলথ প্রোগ্রাম অফিসার রজতাংশু সাহা। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মুঞ্জুরুল ইসলাম বেলুর পরিচালনায় উপস্থিত ছিলেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. নাজমা খাতুন, এফপিআই আজম হোসেন, স্বপন আলী, বায়েজিদ হাসান, টিএফপিআই হাফিজুর রহমান, ডা. আহসানুর রহমান প্রমুখ।