মাগুরা শহর এখন সিসি ক্যামেরার আওতায়

স্টাফ রিপোর্টার: মাগুরা শহর বর্তমানে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। মাগুরার পুলিশ সুপার একে এম এহসান উল্লাহর আন্তরিক প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। মাগুরা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এ পদক্ষেপকে মাগুরাবাসী স্বাগত জানিয়েছে। ইতোমধ্যে শহরের চৌরঙ্গী মোড়, ঢাকা রোড, ভায়না মোড়, বাসটার্মিনাল, নতুন বাজার, বেবী প্লাজা, নূরজাহান প্লাজা, সোনাপট্টি, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, পুলিশ সুপারের বাসভবন ও তার কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থানে এই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও পর্যায়ক্রমে এই ক্যামেরা স্থাপন করা হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন। তিনি জানান, এ কার্যক্রমের আওতায় মাগুরা শহরের সকল প্রকার আইনশৃঙ্খলা পরিপন্থি কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বিশেষ করে শহরের সকল প্রকার ছিনতাই, চুরি, ডাকাতিসহ নানান অপকর্ম পর্যবেক্ষণ করা সহজ হবে।