মাখালডাঙ্গার সংগ্রামী গৃহবধূর অপমৃত্যু : মায়নাতদন্ত শেষে পিতার গ্রাম নূরনগরে দাফন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মাখালডাঙ্গার বাগানপাড়ার গৃহবধূ জোসনা খাতুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতপরশু রাতে স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বামীসহ স্বামীপক্ষের লোকজন দাবি করলেও পিতা নূরনগর কলোনীর মৃত সুরাপ মণ্ডলের লোকজনের নানামুখি সন্দেহ রয়েছে। পুলিশ সন্দেহের জটখুলতেই লাশ উদ্ধার করে গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে নেয়। ময়নাতদন্ত শেষে পিতার গ্রাম নূরনগরে নিয়ে দাফনের প্রক্রিয়া করা হয়। চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা বাগানপাড়ার আব্দুস সলাম ওরফে রহিমের সাথে আনুমানিক ২৫ বছর আগে বিয়ে হয় নূরনগর কলোনীর মৃত সুরাপ মণ্ডলের মেয়ে জোসনা খাতুনের। বিয়ের পর জোসনার সংসারে সন্তান না আসায় স্বামী দ্বিতীয় বিয়ে করে। সে সংসারে আসে এক পুত্র সন্তান। তা নিয়েই জোসনার সাথে স্বামীর মনোমালিন্য দানা বাধে। জোসনা নিজে দর্জির কাজ করে নিজের মতো করে বাঁচার সংগ্রাম শুরু করে। এরপরও দাম্পত্য কলহ তাকে বাঁচতে দিলো না। শেষ পর্যন্ত অকালেই ঝরে যেতে হলো তাকে। সে নিজেই নিজের জীবন প্রদীপ নিভিয়েছে? নাকি আড়ালে লুকিয়ে আছে আরো কোনো ঘটনা? গতপরশু রাতে স্বামীর বাড়িতে গলায় ফাঁস দেয়া মৃতদেহ উদ্ধার করা হলে এসব প্রাশ্ন দানা বাধে। পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে পিতার গ্রামে মৃতদেহ নিয়ে দাফন সম্পন্ন করা হয়।