মহেশপুর হাসপাতালের প্রধান অফিস সহকারী লাঞ্ছিত : তদন্ত কমিটি গঠন

মহেশপুর হাসপাতালের প্রধান অফিস সহকারী লাঞ্ছিত : তদন্ত কমিটি গঠন
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মো. লুৎফর রহমান গত বৃহস্পতিবার বিকেলে তার এক সহকর্মীর হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে।
লুৎফর রহমান গত বৃহস্পতিবার লিখিতভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন ওই দিন বেলো সাড়ে ৩টায় হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক ফারুক আহম্মেদ হঠাত তার রুমে ঢুকে তাকে লাঞ্ছিত করে। ওই সময় এমএলএসএস গোলাম মোস্তফা ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক কামরুজ্জামান পরিস্থিতি শান্ত করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাহাজ্জেল হোসেন ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ৩ সদসস্যের কমিটি গঠন করেছেন। কমিটির সদস্যরা হলেন, ডা. নাসির উদ্দিন সভাপতি, ডা. তানজিলুর রহমান সদস্য ও ডা. মো. মাসুম বিন নুর সদস্য। এ বিষয়ে ডা. তাহাজ্জেল হোসেন জানান, তদন্ত রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।