মহেশপুর ফতেপুরে ভুট্টা বীজের মাঠ দিবস

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুরের ফতেপুরে ভুট্টাবীজের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শিশুতলা মাঠে ব্র্যাকের  উত্তরণ সুপার ভুট্টা বীজের মাঠ দিবস উপলক্ষে কৃষক সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর  উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদফতের উপপরিচালক কৃষিবিদ শাহ মো.আকরামুল হক। বিশেষ অতিথি ছিলেন মহেশপুর উপজেলা কৃষি অফিসার আবু তালহা, মহেশপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরূন নেছা, ব্র্যাক প্রধান কার্যালয় প্রোডাক্ট ম্যানেজার ফজলুল হক, সজল চন্দ্র দে, চুয়াডাঙ্গা জেলা ব্র্যাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও ঝিনাইদহ জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম। কৃষকরা বলেন এবছর উত্তরণ সুপার ভুট্টা বীজের ফলন ১৪ ভাগ আর্দ্রতায় একরে ১২০-১৩০ মণ উৎপাদন হয়েছে।

অতিথিরা বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ধান চাষের চেয়ে ভুট্টাচাষ বেশি লাভজনক। বিশ্বের ৭০টি দেশের প্রধান খাদ্য ভুট্টা এবং ভুট্টায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। অতিথিরা বক্তবে ভুট্টা চাষের জন্য কৃষকদের উৎসাহিত করেন। ব্র্যাকের উত্তরণ সুপার ভুট্টা বীজ ক্রয় করে ক্র্যাচ কার্ড ঘোষে পুরস্কার হিসেবে এবছর পাওয়ার টিলার পান মহেশপুর পুরন্দপুর কৃষক আব্দুল কায়েম। অনুষ্ঠান পরিচালনা করেন আঞ্চলিক ব্যবস্থাপক মনোসিজ কুমার মণ্ডল।