মহেশপুরে হেযবুত তওহীদের সন্ত্রস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কর্মীসভা পুলিশের বাঁধার মুখে পণ্ড

মহেশপুর প্রতিনিধি: গতকাল শনিবার সকালে মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে হেযবুত তওহীদের সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কর্মী সভা পুলিশের বাঁধার কারণে পণ্ড হয়ে গেছে।
দলীয় সূত্রে জানা যায়, ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ঈমাম হুসাইন মোহাম্মদ সেলিম। সকাল ৯টা থেকে ১১টার মধ্যে প্রায় ৭-৮শ নারী-পুরুষ কর্মী সভায় উপস্থিত হয় এবং আলোচনা চলতে থাকে। প্রধান অতিথি উপস্থিত হওয়ার পর বক্তব্য দেয়ার পূর্ব মুহুর্তে মহেশপুর থানা পুলিশ বাঁধা দেয়। এ সময় মহেশপুর পৌরসভার মেয়র ও আ.লীগ নেতা আব্দুর রশিদ খান উপস্থিত ছিলেন। দলীয় নেতা শামীম আশরাফ জানান, তারা মহেশপুর থানার ওসি আহম্মেদ কবিরের সাথে আলোচনা করে মৌখিকভাবে অনুমতি নিয়েছিলো। তিনি বর্তমানে ছুটিতে আছেন। এদিকে দায়িত্বপ্রাপ্ত ওসি ফারুক হোসেন (তদন্ত) জানায়, এসপি, ডিএসবি’র নির্দেশে তারা সভাটি বন্ধ করে দিয়েছে। স্থানীয় কর্মীরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এবং জঙ্গি বিরোধী স্লোগান দেয়। প্রধান অতিথি চলে যাওয়ার সময় কর্মীদের হাত তুলে শুভেচ্ছা জানান এবং তিনি বলেন, তাদের এ জঙ্গি এবং সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড অব্যাহত থাকবে। কর্মীদেরকে সজাগ থাকার নির্দেশ দেন।