মহেশপুরে সংখ্যালঘু পরিবার নারায়ণ চন্দ্রের সাংবাদিক সম্মেলন

স্থানীয় ভূমি ভূমিদস্যুদের অত্যাচারে ভিটে ছাড়া, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর প্রেসক্লাবে সংখ্যালঘু পরিবারের সদস্য নারায়ণ চন্দ্র এক সাংবাদিক সম্মেলনে করেছেন। গতকাল শনিবার সকালে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে তিনি বলেন, স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুরা তাকে অত্যাচার করে ভিটে বাড়ি থেকে বিতাড়িত করেছে। সে এখন পরিবার নিয়ে বিচারের আশায় পথে পথে ঘুরছেন। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সাংবাদিক সম্মেলনে নারায়ণ চন্দ্র বলেন, ‘সরকারের খাসজমিতে দীর্ঘ ২৫/৩০ বছর ধরে মহেশপুর বারুইপাড়ায় ১০৯নং মহেশপুর মৌজার ১৪৯ ও ১৫০ দাগের ৪ শতক জমিতে শ্রী নারায়ণ চন্দ্র মল্লিক তার পরিবার নিয়ে বসবাস করে আসছেন। এলাকার প্রভাবশালী বাবলুর রহমান ও জমি দখলের জন্য ক্যাডার বাহিনী দিয়ে গত ২৩ জুন তার ঘরবাড়ি ভাঙচুর করে তাকে সেখান থেকে উচ্ছেদ করে। নারায়ণ চন্দ্র এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিলে উপজেলা নির্বাহী অফিসার মহেশপুর থানাকে ব্যবস্থা নেয়ার জন্য বলেন। নারায়ণ চন্দ্র অভিযোগ করে বলেন, এ পর্যন্ত মহেশপুর থানা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে বাবলুর রহমান নিজের জমি দাবী করে ক্যাডার বাহিনী দিয়ে তাকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। এমনকি তাকে মহেশপুর ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। নারায়ণ চন্দ্র আরো বলেন, তিনি উপজেলা সহকারী কমিশনার ভূমি হাফিজ আল আসাদের কাছে গেলে তিনি ঘর করার নির্দেশ দিলেও বাবলুর ক্যাডার বাহিনীর ভয়ে তা করতে পারছেন না। স্থানীয় কিছু লোকজন টাকা পঁয়সা নিয়ে ওখান থেকে সরে আসার জন্য আমাকে চাপ দিচ্ছে। ইতঃমধ্যে মহেশপুর সহকারী কমিশনার ভূমি হাফিজ আল আসাদ সরোজমিন তদন্ত করিয়েছেন। বর্তমানে নারায়ণ চন্দ্র বিচারের আশায় পথে পথে পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমি সুষ্ঠু বিচারের জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।