মহেশপুরে ভূমিহীনের বসতবাড়িতে আগুন ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গত ৪দিনেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঘোষপুরে এক ভূমিহীনের বসতবাড়িতে আগুন, ভাঙচুর ও লটুপাটের ঘটনায় গত ৪দিন পার হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। খোলা আকাশের নিচে বসবাস করছে পরিবারটি।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে উপজেলার ঘোষপুর গ্রামের আব্দুল জলিল মালিতার ছেলে নাসির উদ্দিনের বাড়িতে একদল ভূমি দস্যুরা ঢুকে তার বসতবাড়িতে আগুন ধরিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। নাসির উদ্দিন জানান, ঘোষপুর গ্রামের মৃত আজিজের ছেলে আব্দুল খালেকের নেতৃত্বে ১০-১২জন ভূমি দস্যু গত সোমবার দুপুর ২টায় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে। এসময় বাধা দিলে কবুরা খাতুনের স্বামী আব্দুল জলিল মালিতা, রেবেকা খাতুনের স্বামী নাসির উদ্দিনসহ ৪ থেকে ৫জন গুরুতর আহত হয়। দুর্বৃত্তরা হলেন, একই গ্রামের মোজামের ছেলে রফিকুল ইসলাম, করিমের ছেলে তহিদুল, সাইফুল, হযরত আলী, তহিদের ছেলে শুকুর আলী, আমিরের ছেলে শাহাবুদ্দিন ও সিরাজ দর্জি। ভূমি দস্যুরা এদেরকে তাড়িয়ে দিয়ে জায়গাটি দখল করতে চায়। এ বিষয়ে ভিকটিমের পরিবার নাসির উদ্দিন বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মহেশপুর থানার এসআই বজলুর রহমান জানান, তিনি আবেদনটি পেয়েছেন এবং উভয়পক্ষকে থানায় আসার জন্য বলেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিহীন পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছিলো।