মহেশপুরে বিল ইজারার টেন্ডার জমাদানে বাধা ও লাঞ্ছিতের অভিযোগ

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রক্ষিত টেন্ডার বাক্সে বিল ইজারার সিডিউল ফেলতে গেলে বাধা প্রাদন ও লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রাপ্ত সূত্রে প্রকাশ, মহেশপুর উপজেলার বাঁশাবাড়িয়া ইউপির ভাবদিয়া মৌজার ভাগড়ির বিলের ইজারা দেয়ার জন্য টেন্ডার জমা তারিখ নির্ধারণ ছিলো গতকাল মঙ্গলবার। টেন্ডারের জন্য জেলেপোতা লক্ষ্মীর বিল সমবায় সমিতির পক্ষ থেকে সিডিউল জমা দিতে গেলে উপজেলার ইউএনও অফিসের বারান্দায় সামছুল ও সিদ্দিকসহ সমিতির লোকজনকে একটি গ্রুপ টেন্ডার জমা দিতে বাধা প্রদান করে এবং তাদেরকে লাঞ্ছিত করে। মহেশপুর থানার ওসির কক্ষে এইভাবে মৌখিক অভিযোগ করেন। সিদ্দিক আরো জানান, তাদেরকে আটকে রেখে বেলা ১২টার পর অন্যপক্ষ সিডিউল জমা দেয়। মহেশপুর থানার ওসি তাদেরকে লিখিতভাবে অভিযোগ দেয়ার জন্য বলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান বলেন, দুপুরের দিকে তিনি অফিসের বাইরে ছিলেন। তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।