মহেশপুরে বাল্যবিয়ের আয়োজন করায় ৫ জনকে জরিমানা

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে বাল্যবিয়ের আয়োজন করায় বরসহ ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি চৌধুরী রওশন ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, উপজেলার পুরন্দরপুর গ্রামে গোপনে বাল্যবিয়ের আয়োজন করায় ইউএনও’র নির্দেশে তাদেরকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি চৌধুরী রওশন ইসলাম ৫ জনকে বাল্যবিয়ে নিরোধ আইনে তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা প্রদানকারীরা হলেন- চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার পুরাতন চাকলার ইসমাইল হোসেনের ছেলে মো. শাহাজামাল (বর), একই জেলার দামুড়হুদা থানার মোহাম্মদপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে আবুল কাশেম (মেয়ের মামা), একই জেলার জীবননগর থানার চাকলা গ্রামের আক্কাচ আলীর ছেলে আব্দুল হান্নান, ঝিনাইদহ সদর থানার হলিধানী গ্রামের মোহাম্মদ রাজু, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার চাকলা গ্রামের মোশারেফ হোসেনের ছেলে সলেমান (ছেলের ফুফাত ভাই) এরা মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামের ভাটামতলা পাড়ায় অতি গোপনে বিয়ের জন্য এসেছিলো। উপজেলা নির্বাহী অফিসার গোপনসূত্রে সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ফতেপুর ইউনিয়নের দফাদার রবি ধাবকের নেতৃত্বে ৮ জন গ্রাম পুলিশ গিয়ে তাদেরকে আটক করে।