মহেশপুরে ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মহেশপুর প্রতিনিধি: গতকাল শনিবার সকালে মহেশপুর উপজেলার ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় চত্বরে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তালেব, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল খালেক আব্বাসী, শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ শওকত আলী, সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, ফতেপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমন্ডার সুলতান আহম্মেদ, কানাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আতিয়ার রহমান আতি, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক আজা, সাবেক উপজেলা যুবলীগের সহসভাপতি শরিফুল ইসলাম ভোলন, রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে এমপি নবী নেওয়াজ বলেন, এ ধরনের মুক্তিযুদ্ধ ভিত্তিক সেমিনার ঝিনাইদহ জেলায় এই প্রথম। আমি এ বিদ্যালয়ের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মহেশপুর-কোটচাঁদপুর উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি শীর্ষক সেমিনার করার জন্য তার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান। একই সাথে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রতিনিধিদেরকে এ কাজটি বাস্তবায়ন করার জন্য সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বাস্তব ভিত্তিক মুক্তিযুদ্ধের কাহিনী বর্ণনা করেন বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, আব্দুর রহমান, সুলতান আহম্মেদ, নুর মোহাম্মদ। সভাশেষে বীর মুক্তিযোদ্ধা ও আগত শিক্ষকদের শুভেচ্ছা উপহার দেয়া হয়।