মহেশপুরে জুয়েলারি দোকানে নগদ অর্থ ও সোনা চুরি : আটক ১

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলা খালিশপুর বাজারে রূপ জুয়েলার্সে সোনা চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিনগত রাতে দোকানের দেয়াল ভেঙে নগদ অর্থ ও ২০-২৫ ভরি সোনা চুরি হয়।

জানা গেছে, খালিশপুর বাজারে পাশের দোকানে দেয়াল ভেঙে রূপ জুয়েলারি দোকানে ঢুকে ভেতরে থাকা সিসি ক্যামেরার লাইন বন্ধ করে দেয় এবং নগদ দেড় লাখ টাকা ও ২০-২৫ ভরি সোনা চুর হয়েছে।

দোকানের মালিক সুনিল বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তার দোকানে নগত এক লাখ ৫৭ টাকা ও ২০-২৫ ভরি সোনা চুরি করে নিয়ে গেছে চোরেরা। চোররা পাশের দোকান ভাই ভাই গার্মেন্টসের তালা ভেঙে ও দেয়াল ভেঙে ভেতরে ঢোকে। এ ঘটনায় পুলিশ ঘটনা স্থল থেকে ডাকাদের ব্যবহৃত একটি সাবল ও একটি সেনি উদ্ধার করেছে এবং বাজারের নাইট গার্ড ইসমাইল হোসেনকে (৬০) আটক করা করে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ আহমেদ কবীর বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নাইট গার্ড ইসমাইল হোসেনকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে কোনো মামলা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন কোনো মামলা হয়নি।