মহেশপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের ঘটনায় মারপিট বসতবাড়ি ভাঙচুর : আহত ৫

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের ঘটনায় মারপিট ও বসতবাড়ি ভাঙচুর করে ৫ জনকে মেরে আহত করার অভিযোগ উঠেছে। আহতদের মহেশপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মহেশপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কওছার আলী ম-লের ছেলে নজরুল ইসলামের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রামের কফিল উদ্দিনের সাথে বিরোধ চলে আসছিলো। গতকাল সকালে কফিল উদ্দিনের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল আচমকাভাবে নজরুল ইসলামের পরিবারের ওপর লাঠি, রড, কুড়ুল, কোদাল, শাবল নিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। ওই সময় নজরুলের স্ত্রী শেফালী ও তার বোন আকলিমা ও ভাগ্নে আশিকসহ ৫-৬ জন বাধা দিতে গেলে মারপিটে আহত হন। এই ঘটনায় আহতদেরকে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহেশপুর থানায় ৮-৯ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের হয়েছে।
এ বিষয়ে মহেশপুর থানার ওসি আহম্মেদ কবির জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।