মহেশপুরে অবৈধভাবে বালি উত্তোলন

এলাকাবাসী প্রতিকার চেয়ে আবেদন করেছে নির্বাহী অফিসারের কাছে

মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে যোগিহুদা গ্রামে অবৈধভাবে বালি উত্তোলন করায় রাস্তাঘাটসহ পরিবেশ দূষণ হচ্ছে। এলাকাবাসী প্রতিকার চেয়ে নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছে।

মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের যোগিহুদা গ্রামের শিয়ালডাঙ্গা পাড়ার এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত বৃহস্পতিবার আবেদন করেছে। আবেদনে যোগিহুদা গ্রামের তরিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও হারুন নামে ৩ জন মিলে যোগিহুদা রুইমারী বিলের পূর্ব পাশে সরকারি রাস্তার পাশ থেকে প্রতিদিন গাড়ি গাড়ি বালি অবৈধভাবে উত্তোলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। এতে সাধারণ মানুষের ফসলের জমি, গাছপালার ব্যাপক ক্ষতি হচ্ছে এবং সরকারি রাস্তা বসে যাচ্ছে। এই মুহূর্তে বালি উত্তোলন বন্ধ না হলে ওই স্থানটিতে মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হবে। তারা আরও জানায়, আমরা অসহায় কিছু চাষি আমাদের আবাদী জমি রক্ষা ও সরকারি রাস্তা বাঁচানোর জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে ফতেপুর ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এ বিষয়ে তার সাথে কেউ যোগাযোগ করেনি তবে অবৈধভাবে বালি উত্তোলন করলে ব্যবস্থা নেয়া হবে।