মহেশপুরে অফিসার্স ফোরামের পক্ষ থেকে আহাম্মদ আলী বিশ্বাসকে মরনোত্তর গুণিজন সম্মাননা প্রদান

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য আহাম্মদ আলী বিশ্বাসকে উপজেলা অফিসার্স ফোরামের পক্ষ থেকে (মরনোত্তর) গুণিজন সম্মাননা প্রদান করা হয়েছে। গত সোমবার দুপুরে মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে অফিসার্স ফোরামের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত গুণিজন সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য মরহুম আহাম্মদ আলী বিশ্বাস মহেশপুর উপজেলার তালসার গ্রামে ১৯৩৯ সালের ৩১ অক্টোবর জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবেছদ্দিন বিশ্বাস ও মায়ের নাম কুরবান বিবি। তিনি কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৫৭ সালে কৃতিত্বের সাথে মাধ্যমিক, যশোর সরকারি এমএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং একই কলেজ থেকে ১৯৬৪ সালে বিএ পাস করেন। ১৯৯০ সালে তিনি বিএড পাস করেন। তিনি তালসার মফিছুনন্নেছা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে সেখানেই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি একজন বিশিষ্ট সমাজসেবক ছিলেন। তিনি ১৯৭২ সালে স্বাধীনতা যুদ্ধের পর রিলিফ কমিটির চেয়ারম্যান ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে ঝিনাইদহ-৩ আসনের সাংসদ নবী নেওয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আহাম্মদ আলী বিশ্বাসের এই সম্মাননা প্রদান করেন। মরহুমের পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করেন তার ছেলে আশিকুর রহমান মিল্টন।