মহেশপুরের ফতেপুর ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে বউ-শাশুড়ির যুদ্ধ

মহেশপুরে ফতেপুর ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে বউ-শশুড়ির যুদ্ধ

মহেশপুর প্রতিনিধি: আগামী ৩১ মার্চ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ফতেপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ড ০১ (১,২,৯) থেকে বউ-শাশুড়ি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, ফতেপুর ইউনিয়নের নিমতলা গ্রামের নুর ইসলামের স্ত্রী সালমা খাতুন (উট) প্রতীক ও নুর ইসলামের ভাইপো মাছুমের স্ত্রী শিউলী খাতুন (সূর্যমুখী ফুল) প্রতীক নিয়ে একই সংরক্ষিত মহিলা ওয়ার্ড থেকে নির্বাচন করছেন। উভয়েই বিএনপি সমর্থিত। এ বিষয়ে এলাকায় ব্যাপক কৌতূহল বিরাজ করছে। এ বিষয়ে শিউলির স্বামী মাছুদের সাথে মোবাইলফোনে যোগাযোগ করলে তিনি জানান, বিএনপি থেকে শিউলিকে সমর্থন দিলেও তার চাচি বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে নেমেছেন। উল্লেখ্য, সালমা খাতুন বর্তমান মহিলা মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন।