ভোট বঞ্চিত ৫০ লাখ নতুন ভোটার

স্টাফ রিপোর্টার: দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনের মধ্যে বেশিরভাগ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় অন্তত অর্ধকোটি নতুন ভোটার ব্যালটে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন না। নির্বাচন কমিশনও এমনটিই বলছে। এ নির্বাচনে ১৫৪ আসনে ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। ফলে এসব আসনে ভোটের কোনো প্রয়োজন পড়ছে না। বাকি ১৪৬ আসনে ভোট হবে ব্যালটে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৫৪ আসনে ভোটার রয়েছেন ৪ কোটি ৮৩ লাখের বেশি। বাকি ১৪৬ আসনে ৪ কোটি ৩৬ লাখের বেশি ভোটার ব্যালটে ভোট দেবেন। নির্বাচন কমিশন উপসচিব মিহির সারওয়ার মোর্শেদ বলেন, ২০০৮ সালে নবম সংসদে ৮ কোটি ১৩ লাখের বেশি ভোটার ছিলো। এবার ৯ কোটি ১৯ লাখের বেশি ভোটার রয়েছে। বলা যায়, নতুন এক কোটিরও বেশি ভোটারের মধ্যে অর্ধেকই ভোট দিতে পারছে না। বাকি অর্ধেকের সৌভাগ্য, ভোটার হওয়ার অভিজ্ঞতা হবে তাদের।